শেষ ওয়ানডেতে সাকিব, লিটন, শরিফুল, তাসকিনরা পাত্তাই দেননি আফগানিস্তানকে। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং- তিন বিভাগেই রশিদ, মুজিব, নবীদের বিধ্বস্ত করেছেন। দুরন্ত জয়ের আত্মবিশ্বাস নিয়ে আজ সিলেটে টি-২০ মিশন শুরু করছে সাকিব বাহিনী। দুই ম্যাচ টি-২০ সিরিজের প্রথমটি আজ মাঠে গড়াবে সন্ধ্যা ৬টায়। দ্বিতীয়টি শুরু হবে একই সময় ১৬ জুলাই।
আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী সিলেটে শুক্রবার দিনভর ধাপে ধাপে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। পূর্বাভাস অনুযায়ী এ সময় বৃষ্টি না থাকলেও ১ ঘণ্টা পরেই বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে। তাই পুরো ২০ ওভারের সম্ভাবনা ক্ষীণ। তাইতো টাইগার অধিনায়ক সাকিব জানিয়েছেন টসের সময় কন্ডিশন বিবেচনা করে ঠিক হবে একাদশ।
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড ভালো নয়। ৯ ম্যাচে মুখোমুখি লড়াইয়ে জয় মাত্র ৩টিতে। রশিদ খানের দলের বিপক্ষে এখন পর্যন্ত সিরিজ জয়ের কোনো রেকর্ড নেই। উল্টো দেরাদুনে আছে ধবলধোলাইয়ের তিক্ত স্বাদ। এবার সাকিবদের লক্ষ্য আফগানদের টি-টোয়েন্টি সিরিজে হারানো। তবে কে ফেভারিট এই দলে সেই প্রশ্নে বললেন সংবাদমধ্যমকেই তা ঠিক করতে।
সাকিব বলেন, ‘আমাদের দলে অবশ্যই লক্ষ্য দুইটা ম্যাচই যেন জিততে পারি। যদিও খুব একটা সহজ হবে না। আমাদের আশা এটাই থাকবে। ফেভারিট আপনি যাকে করেন।’
ওয়ানডে সিরিজে আফগান স্পিনত্রয়ী বাংলাদেশকে বেশ ভুগিয়েছে। সর্বোচ্চ ৪ উইকেট করে নেন রশিদ খান-মুজিবুর রহমান। মোহাম্মদ নবীর ঝুলিতে জমা হয় ৩ উইকেটে। এদিকে পেসার ফজল হক ফারুকি একাই নেন ৮ উইকেট। সব মিলিয়ে আফগান বোলিং বিভাগ টি-টোয়েন্টিতেও বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে।
সাকিব জানিয়েছেন কোনো একক ক্রিকেটারের জন্য আলাদাভাবে প্রস্তুতি নিচ্ছেন না, ‘শেষ দুইটা হোম সিরিজে আমরা ভালো খেলেছি। এটা আমাদের জন্য নতুন একটা চ্যালেঞ্জ। আফগানিস্তান অবশ্যই খুবই ভালো দল। চেষ্টা থাকবে, আমরা যেভাবে আমাদের ক্রিকেটটা খেলছি, যেভাবে ইম্প্রুভ করছি, সেভাবে প্রতিটা ম্যাচে পারফর্ম করার জন্য।’
‘কোনো নির্দিষ্ট কাউকে নিয়ে চিন্তাও করছি না। কিংবা আমাদের টিমও পার্টিকুলার কোনো ব্যাটার কিংবা বোলারের উপর ভরসা করে না। আমরা চাই, আমরা টিম পারফরম্যান্স করি, যেটার মাধ্যমে আমরা জয়লাভ করতে পারি। বাট আমাদের ইন্টেশনটা একই রকম রাখার চেষ্টা করব’ -আরও যোগ করেন সাকিব।