বৃষ্টি নিয়ে যে পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

0

এক পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী অন্তত ৫ দিনের মধ্যে কোনো সম্ভাবনা নেই বৃষ্টির। তবে এর পরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৯ এপ্রিলের পরে মূলত চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে।

শনিবার গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন আবহাওয়াবিদ আব্দুল হামিদ। তিনি জানান, ‘আগামী বুধবারের আগে পর্যন্ত আবহাওয়া পরিস্থিতি প্রায় অপরিবর্তিত থাকবে। কোথাও কোথাও তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস উঠা-নামা করতে পারে।

আজ সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

শনিবার আবহাওয়া অধিদপ্তর জানায়, সিনপটিক অবস্থা অনুযায়ী লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশে পাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। ফলে সারা দেশের আবহাওয়া থাকবে মূলত শুষ্ক।

অধিদপ্তর আরও জানায়, খুলনা বিভাগ এবং ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। অন্যান্য অঞ্চলে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here