বরাবরের মতো এবারও পরিবারের সঙ্গে বাড়িতেই ঈদ করছি। সাধারণত আমার ঈদের দিনের সকালটা শুরু হয় সেমাই খেয়ে। এবার বৃষ্টি না থাকলে শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঈদের নামাজ পড়ার ইচ্ছা রয়েছে। ঈদ নিয়ে আমার বিশেষ কোনো পরিকল্পনা না থাকলেও সবার সাথে ঈদের আনন্দটা ভাগাভাগি করে নেওয়ার চেষ্টায় থাকি। ঈদের সালামির বিষয়টিও খুব উপভোগ করি। আত্মীয়-স্বজনদের মধ্যে বিশেষ করে ছোটদের ঈদ সালামি দেওয়াতে আমি আনন্দ পাই। আর ঈদের দিন দুপুরের পর বউ-বাচ্চা নিয়ে ঘুরতে বের হই। এছাড়া বাকি সময় বন্ধু-বান্ধবের সঙ্গে আড্ডা এবং পরিবার-পরিজন ও আত্মীয়-স্বজনদের সঙ্গেই কেটে যায়।
-সাইমন সাদিক
চলচ্চিত্র অভিনেতা