বৃষ্টির কারণে বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ পরিত্যক্ত

0

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ইনিংস শেষ হওয়ার কিছুক্ষণ পরই নেমে আসে বৃষ্টি। এরপর থেকে বৃষ্টি আর থামেনি। সাড়ে নয়টা অবধি কাট অফ টাইম থাকলেও এক ঘণ্টা আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে ম্যাচটি।

ফলে মুশফিকুর রহিমের দ্রুততম সেঞ্চুরি এবং ওয়ানডেতে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ সংগ্রহের ম্যাচটা ভেস্তে গেল বৃষ্টিতে।  

শুরুতে ব্যাট করে ৩৪৯ রানের রেকর্ড সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নামার প্রস্তুতি নিলেও ড্রেসিংরুমেই সময় কাটাতে হয় আইরিশ ব্যাটারদের। কারণ তার আগেই পড়তে শুরু করে বৃষ্টি। বাংলাদেশের ইনিংসের ঠিক পরই কাভারে ঢাকা হয় উইকেট। দ্বিতীয় ইনিংস শুরুর সময় হয়ে গেলেও বৃষ্টি থামছিল না। এরপর সাড়ে নয়টা পর্যন্ত কাট অফ টাইম নির্ধারিত ছিল। কিন্তু এর এক ঘণ্টা আগেই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।

ওয়ানডের নিয়ম অনুযায়ী, ম্যাচের ফল আসতে কমপক্ষে ২০ ওভার করে খেলা হতে হবে দুই ইনিংসে। কিন্তু বৃষ্টির তোড় এতটাই ছিল যে আইরিশদের ২০ ওভার ব্যাটিং করানোরও সম্ভাবনা ছিল না। তাই বারকয়েক মাঠ পরিদর্শনের পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

বিডি-প্রতিনি/বাজিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here