বৃষ্টির কারণে এবার চট্টগ্রাম মহানগরীর সব মাদ্রাসা বন্ধ ঘোষণা

0

টানা বৃষ্টিতে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় মঙ্গলবার (৮ আগস্ট) স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এবার সেখানে মাদ্রাসাও বন্ধ ঘোষণা করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) জাকির হেসেনের সই করা চিঠিতে বলা হয়, অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে মঙ্গলবার চট্টগ্রাম মহানগরীর সব মাদ্রাসার পাঠদান বন্ধ থাকবে। মাদ্রাসার গুরুত্বপূর্ণ সম্পদ ও নথিপত্র দুর্যোগ পরিস্থিতিতে বিশেষ ব্যবস্থায় সংরক্ষণ করতেও বলা হয়েছে। এর আগে, দুপুরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে চট্টগ্রাম মহানগরীর সব সরকারি-বেসরকারি স্কুল-কলেজের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে বলে জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here