বৃদ্ধের আপত্তিকর ছবি ফাঁসের হুমকি, গ্রেফতার অভিনেত্রী

0

এক ৭৫ বছর বয়সী বৃদ্ধর নগ্ন ছবি ফাঁসের হুমকি এবং ১১ লাখ রুপি প্রতারণার অভিযোগ উঠেছে মালায়ালাম টিভি অভিনেত্রী নিত্যা শশীর নামে। এই অভিযোগে তাকে গ্রেফতারও করা হয়েছে।

পুলিশের বরাত দিয়ে ভারতীয় বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিট জানিয়েছে, অবসরপ্রাপ্ত বৃদ্ধ বাড়িভাড়া খুঁজতে গিয়ে অভিনেত্রী নিত্যার সঙ্গে পরিচয় হয়। নিত্যা কেরালার মালায়ালপুঝার বাসিন্দা। এ ঘটনায় অভিনেত্রীর বন্ধু বিনুকেও গ্রেফতার করা হয়েছে; তিরুবন্তপুরমের কালাকোড়ের বাসিন্দা তিনি।

পরে বাধ্য হয়ে ওই ব্যক্তি নিত্যা ও তার বন্ধু বিনুকে ১১ লাখ রুপি দেন। এরপরও ওই বৃদ্ধর কাছে অর্থ দাবি করেন নিত্যা। পরে বাধ্য হয়ে গত ১৮ জুলাই কেরালার পারাভুর থানায় মামলা করেন ওই বৃদ্ধ।

অভিযুক্তদের ধরতে পুলিশের নির্দেশে ফাঁদ পাতা হয়। বাকি অর্থ দেওয়ার অজুহাতে অভিযুক্তকে বাড়িতে ডাকেন অভিযোগকারী ওই ব্যক্তি। পরে পারাভুর পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। অভিযুক্তদের আদালতে তোলার পর তাদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।

৪১ বছর বয়সী নিত্যা শশী একজন আইনজীবী ও অভিনেত্রী। জনপ্রিয় মালায়ালাম টিভি সিরিয়ালে অভিনয় করেছেন। ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করেছেন তিনি।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here