নেত্রকোনার দুর্গাপুরে ধানক্ষেত থেকে আছিয়া খাতুন (৭০) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার বিরিশিরি ইউনিয়নের শিরবির গ্রামের ধানের ক্ষেতে পড়ে থাকা মরদেহটি উদ্ধার করে। মৃত বৃদ্ধা পাশ্ববর্তী কাপাসাটিয়া গ্রামের বাসিন্দা নওয়াব আলীর স্ত্রী।
তিনি দীর্ঘ দিন ধরে পৈত্রিক নিবাস শিরবির গ্রামে বোনের সঙ্গেই থাকতেন। তবে কিভাবে কেন ধানক্ষেতে তার মরদেহ পাওয়া গেলো তাৎক্ষণিক এর সঠিক তথ্য পাওয়া যায়নি। জানা যায়নি মৃত্যুর কারণও।
দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হবে। তদন্ত চলছে বিস্তারিত পরে জানা যাবে বলেও আশ্বস্ত করেন তিনি।