স্বদেশী জসপ্রিত বুমরাহকে সরিয়ে আইসিসি টেস্ট র্যাংকিং বোলিং তালিকায় আবারও শীর্ষে ফিরেছেন ভারতের স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। এ নিয়ে ষষ্ঠবার টেস্ট র্যাংকিংয়ে বোলিং তালিকার শীর্ষে উঠলেন অশ্বিন।
গত ফেব্রুয়ারিতে অশ্বিনকে সরিয়ে ভারতের প্রথম পেসার হিসেবে র্যাংকিংয়ের শীর্ষে উঠেছিলেন বুমরাহ। এক মাস পর সেই বুমরাহকে সরিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করলেন অশ্বিন।
২০১৫ সালের ডিসেম্বরে প্রথমবার বোলিং র্যাংকিংয়ে শীর্ষে উঠেছিলেন অশ্বিন।
শীর্ষস্থান হারিয়ে যৌথভাবে অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউডের সাথে সমান ৮৪৭ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে আছেন বুমরাহ।
ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টে ৭ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছিলেন ভারতের স্পিনার কুলদীপ যাদব। ১৫ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ১৬তমস্থানে আছেন তিনি।
ওই টেস্টের প্রথম ইনিংসে ১০৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। র্যাংকিংয়ে পাঁচ ধাপ এগিয়ে ষষ্ঠস্থানে উঠেছেন তিনি।
রোহিতের সাথে ওই ইনিংসে সেঞ্চুরি করেছিলেন শুভমান গিল। ১১০ রানের সুবাদে ১১ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ১৬তমস্থানে উঠেছেন গিল।
দুই ধাপ এগিয়ে অষ্টমস্থানে উঠেছেন সিরিজে ২টি ডাবল-সেঞ্চুরিতে সর্বোচ্চ ৭১২ রান করা ভারতের ওপেনার যশ্বসী জয়সওয়াল। ক্যারিয়ারের নবম টেস্টে ৭৪০ রেটিং পেয়ে গেছেন তিনি। টেস্ট ইতিহাসে ৯ ম্যাচ খেলে জয়সওয়ালের চেয়ে বেশি রেটিং অর্জন করেছেন কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যান (৭৫২) ও মাইক হাসি (৭৪১)।
সদ্যই শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ করেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ৫৩ রানের অধিনায়কোচিত ইনিংস খেলে সংক্ষিপ্ত ফরম্যাটে দুই ধাপ এগিয়ে ৩৩তমস্থানে উঠেছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সিরিজের শেষ ১ উইকেট নিয়ে ১৯ ধাপ এগিয়ে ৩৯তমস্থানে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম।