বুমরাহকে নিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর রসিকতা

0

চলতি বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের জন্য যেন আতঙ্কের এক নাম জাসপ্রিত বুমরাহ। ভারতের তারকা পেসারের দুর্দান্ত বোলিংয়ের জবাব খুব একটা খুঁজে পাচ্ছে না স্বাগতিকরা। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ মজা করে বললেন, ডান হাতে বোলিং করতে দেওয়া যাবে না বুমরাহকে।

সিরিজে প্রথম চার টেস্টে ১২.৮৩ গড়ে ডানহাতি পেসার বুমরাহ নিয়েছেন ৩০ উইকেট। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্সের চেয়ে যা ১০টি বেশি। সিরিজে যদিও ২-১ ব্যবধানে পিছিয়ে আছে ভারত। শুক্রবার (৩ জানুয়ারি) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে শেষ টেস্ট। 

এর আগে, সিডনির কিরিবিলি হাউজে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যালবানিজ ও তার বাগদত্তা জোডি হেডেনের আয়োজনে নতুন বছরের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিল দুই দল। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘সিডনি মর্নিং হেরাল্ড’- এর প্রতিবেদন অনুযায়ী, দেড় ঘন্টার ওই আয়োজনে বুমরাহর বোলিংয়ের প্রশংসা করেন অ্যালবানিজ। 

শতাধিক অতিথির সামনে হাসতে হাসতে তিনি বলেন, “আমরা এখানে একটি আইন পাস করতে পারি, সেই অনুযায়ী, তাকে বাঁ হাতে বা এক স্টেপ নিয়ে বল করতে হবে। তিনি যতবার বোলিংয়ে এসেছেন, ততবারই খুব ভয়ঙ্কর ছিলেন।”

অস্ট্রেলিয়ার তরুণ সেনসেশন স্যাম কনস্টাসেরও উচ্ছ্বসিত প্রশংসা করেন অ্যালবানিজ। গত নভেম্বরে ভারতের বিপক্ষে প্রাইম মিনিস্টার’স একাদশের হয়ে সেঞ্চুরি করেন ১৯ বছর বয়সী ওপেনার। মেলবোর্নে অভিষেক টেস্টে প্রথম ইনিংসে তিনি উপহার দেন আগ্রাসী ফিফটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here