বুবলীর লড়াই

0

শাকিব খান আর বুবলীর যে কোনো লড়াইয়ের কথা শুনলেই নড়েচড়ে বসেন দর্শক। কারণ তারা প্রেম, বিয়ে আর সন্তানের জন্মদান, সবই করেছেন গোপনে। আবার পর্দায় জুটি হিসেবেও সফলতা দেখিয়েছেন বেশ ভালো। তাই তাদের যে কোনো খবরে দর্শক হন উচ্ছ্বসিত। দুজনের রসায়নটা যখন দর্শক বেশ জমিয়ে উপভোগ করেন তখন এবারের ঈদে যে দুজন পর্দায় মুখোমুখি হয়েছেন সেটিইবা বাদ যাবে কেন।

ঈদে মুক্তি পেয়েছে শাকিবের ‘বরবাদ’ আর বুবলী অভিনীত ‘জংলি’ সিনেমা দুটি। বরবাদ দিয়ে ইতোমধ্যে শাকিব বেশ প্রশংসা কুড়িয়ে ফেলেছেন। অন্যদিকে জংলি সিনেমায় বুবলী থাকলেও ক্রেডিট কুড়াচ্ছেন সিনেমাটির নায়ক সিয়াম ও শিশুশিল্পী নৈঋতা। তারপরও  বুবলীকেও প্রশংসায় ভাসাচ্ছেন দর্শক। বুবলী এই প্রশংসাই চাচ্ছিলেন। কারণ শাকিবের মুখোমুখি হয়ে যদি সফলতার পাল্লা তিনি ভারী করতে না পারেন, তাহলে এই জেতার লড়াইয়ে তিনি হেরে যাবেন। কিন্তু ধীরে ধীরে যখন বুবলীর প্রতি দর্শক প্রশংসার পাল্লা ভারী হচ্ছে তখন বুবলী লড়াইয়ে জেতার আনন্দে এখন ফুরফুরে মেজাজেই আছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here