ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা বুবলী অভিনীত কলকাতার নতুন সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’র ফার্স্টলুক প্রকাশ করা হয়েছে। তিনি তার ফেসবুকে এটি প্রকাশ করেছেন। সিনেমাটি নির্মাণ করছেন পরিচালক রাশেদ রাহা।
বৃহস্পতিবার ফেসবুকে বিশেষ বার্তা দেয়ার পর অবশেষে ফার্স্টলুক নিয়ে হাজির হলেন বুবলী। ফার্স্টলুকে কলকাতার কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা যাচ্ছে তাকে। ভক্তদের সঙ্গে এ ছবি শেয়ার করে বুবলী ক্যাপশনে লিখেছেন, ফার্স্টলুক অব ফ্ল্যাশব্যাক।
পরিচালক জানিয়েছেন, কলকাতা শহরে এই ছবির কয়েক দিনের শুটিং শেষ হয়েছে। আপাতত উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছবির শুটিং চলছে। চলতি মাসের শেষ দিকেই শেষ হবে শুটিং।