বুবলীর টলিউড ছবি ‘ফ্ল্যাশব্যাক’র টিজার প্রকাশ (ভিডিও)

0

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী বুবলীর কলকাতার (টলিউড) প্রথম চলচ্চিত্র ‘ফ্ল্যাশব্যাক’র টিজার প্রকাশিত হয়েছে। শনিবার বিকেলে কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে সিনেমার টিজার প্রকাশ করা হয়। রাশেদ রাহা পরিচালিত ছবিটির ৪৪ সেকেন্ড দৈর্ঘ্যের সেই ভিডিওতে সৌরভ-বুবলি ছাড়াও দেখা গেছে অভিনেতা কৌশিক গাঙ্গুলী ও রজতাভ দত্তকে।

টিজারের শুরুতেই দেখা যায়, অঞ্জনের চরিত্রে অভিনয় করা কৌশিক গাঙ্গুলী হাজির হয়েছে রহস্যময় ভঙ্গিতে। আর ডিকে ও শ্বেতা চরিত্রে অভিনয় করা সৌরভ দাস ও বুবলীকে দেখা গেছে ভিন্ন রূপে। বুবলী ধরা দিয়েছেন কখনো প্রাণবন্ত, আবার কখনো বিষাদগ্রস্ত এক মেজাজে। অন্যদিকে মারকুটে স্বভাবে সৌরভ। তবে বুবলীর ছায়াসঙ্গীও তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here