বুধবার বন্দী বিনিময়ের পরিকল্পনা ছিল, জানাল ইউক্রেন

0

ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার একটি ইউশিন আইএল-৭৬ সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিমানটির ভেতরে থাকা ৬৫ জন ইউক্রেনীয় যুদ্ধবন্দীর সবাই নিহত হয়েছে বলে দাবি করেছে রাশিয়া।

বুধবার রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে বিমানটি মাটিতে আছড়ে পড়ে। রাশিয়ার দাবি, বিমানটিতে রুশ বাহিনীর হাতে বন্দী হওয়া ইউক্রেনের সেনাবাহিনীর ৬৫ জন সদস্য, ছয়জন ক্রু এবং যুদ্ধবন্দীদের পাহারায় নিয়োজিত তিনজন ছিলেন। 

কিন্তু এরপর ইউক্রেন নিশ্চিত করেছে, আজ (বুধবার) বন্দী বিনিময়ের পরিকল্পনা ছিল।

ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার কর্মকর্তা আন্দ্রি ইউসোভ সিএনএনকে বলেন, বুধবার রাশিয়ার সঙ্গে যুদ্ধবন্দী বিনিময় হওয়ার কথা ছিল। কিন্তু সেটি এই মুহুর্তে আর হচ্ছে না।

যুদ্ধের সময়কাল জুড়ে বিভিন্ন সময় বন্দী বিনিময় করেছে রাশিয়া-ইউক্রেন। জানুয়ারির প্রথম দিকে সবচেয়ে বেশি বন্দী বিনিময় হয়েছে। এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারিতে উভয় পক্ষের ২০০ জনেরও বেশি বন্দীকে নিজ নিজ দেশে পাঠানো হয়। 

 মস্কোর ভাষ্যমতে, এই ইউক্রেনীয় যুদ্ধবন্দীদের বন্দিবিনিময়ের জন্য নেওয়া হচ্ছিল। পেছনে আরেকটি উড়োজাহাজে ৮০ জন ইউক্রেনীয় বন্দী ছিলেন। প্রথম বিমান বিধ্বস্তের ঘটনার পর দ্বিতীয় উড়োজাহাজটিকে ফিরিয়ে নেওয়া হয়েছে।

ইউক্রেন বলছে, বুধবার রাশিয়ার সঙ্গে যুদ্ধবন্দি বিনিময় হওয়ার কথা ছিল। এটি এই মুহুর্তে ঘটছে না, “

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here