বরগুনার তালতলীতে বুড়ীশ্বর নদীতে ইলিশ মাছ ধরতে গিয়ে রশিতে পা আটকে ডুবে জেলে মো.জাকিরের(৩০) মৃত্যু হয়েছে। জাকির উপজেলার ছোটবগী ইউনিয়নের জাকিরতবক এলাকার মেছের সিকদারের ছেলে।
শুক্রবার (০৭ জুলাই) সকালে উপজেলার নিশান বাড়িয়া ইউনিয়নের তেতুলবাড়িয়া এলাকায় ট্রলার নিয়ে বুড়ীশ্বর নদীতে ইলিশ মাছ ধরতে যান জাকির। দীর্ঘ সময় ফিরে না আসায় খোঁজ করতে এসে জেলে জাকিরের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
তালতলী থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা বলেন, নিহত জেলে পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হবে।