বুড়িমারী স্থলবন্দরে ৩ দিন আমদানি-রপ্তানি বন্ধ

0
বুড়িমারী স্থলবন্দরে ৩ দিন আমদানি-রপ্তানি বন্ধ

সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব কালীপূজা (দীপাবলি) উপলক্ষে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারতের চ্যাংড়াবান্ধা বন্দরের সঙ্গে তিনদিন আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। সোমবার দুপুর থেকে এই বাণিজ্য কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তবে এসময় দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে।

বুড়িমারী স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিয়াজ নাহিদ জানান, সনাতনীদের কালীপূজা উপলক্ষে সোমবার থেকে বুধবার পর্যন্ত (তিন দিন) আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এসময় কাস্টমস হাউস ও বন্দরের অভ্যন্তরে অন্যান্য কার্যক্রম চালু রয়েছে। আগামী ২৩ অক্টোবর (বৃহস্পতিবার) থেকে যথারীতি এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হবে।

বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক (এডি) মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, দীপাবলি উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় ভারতের চ্যাংড়াবান্ধা ব্যবসায়ী সমিতি সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে একটি চিঠি দিয়েছে। পূজা শেষে পুনরায় দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম আগের মতো স্বাভাবিক হবে।

একই তথ্য নিশ্চিত করে বুড়িমারী স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার দেলোয়ার হোসেন জানান, ভারতীয় চ্যাংড়াবান্ধা শুল্ক স্টেশনের ব্যবসায়ীরা কালীপূজা উপলক্ষে ৩ দিন স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ রাখার কথা জানিয়েছেন। তবে কাস্টমস হাউস ও বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম চলমান আছে।

বুড়িমারী চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও চেকপোস্ট দিয়ে দু’দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত অন্যান্য দিনের মতোই স্বাভাবিক রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here