বুড়িচংয়ে অপহৃত যুবক উদ্ধার, ৩ অপহরণকারী গ্রেফতার

0
বুড়িচংয়ে অপহৃত যুবক উদ্ধার, ৩ অপহরণকারী গ্রেফতার

কুমিল্লার বুড়িচংয়ে অপহৃত ছাহাদ হোসেনকে (২৪) উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে তিন অপহরণকারীকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে সেনাবাহিনী।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-বুড়িচং হাওয়ালদার বাড়ির আবুল কাশেমের পালিত ছেলে রুহুল আমিন সানি প্র. কামরুল হাসান সানি (২৮), বুড়িচং কলেজ গেটের আবুল হাসেমের ছেলে পাভেল (২৬) ও কুমিল্লা কোতোয়ালি থানার আমড়াতলী ইউনিয়নের মাঝিগাছা গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের কামরুল হক ফরহাদের ছেলে এনামুল হক শিশির প্র. মাহি (২৯)।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে আরাগ রোডস্থ মরহুম শামসু হাওয়ালদারের বাড়ির প্রবেশ গেট থেকে ভাড়াটিয়া বাচ্চু মিয়ার ছেলে ছাহাদকে রাত ১২টার দিকে অপহরণ করা হয়। এরপর দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ না দিলে তাকে মেরে ফেলার হুমকি দেয়।

অপহরণের বিষয়টি জানাজানি হলে পরিবারের লোকজন ছাহাদকে খোঁজাখুঁজি করে না পেয়ে সেনাবাহিনীকে অবগত করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। এরপর অপহরণকারীদের আটক করা হয় এবং অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়। পরে থানায় মামলা দায়েরের পর গ্রেফতার ব্যক্তিদের কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here