বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা নারী হত্যা, পালানোর সময় তিন আসামি গ্রেপ্তার

0
বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা নারী হত্যা, পালানোর সময় তিন আসামি গ্রেপ্তার

কুমিল্লার বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা নারী ফাহিমা আক্তার আখি হত্যাকাণ্ডের ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতে পালানোর প্রস্তুতিকালে সীমান্ত এলাকা থেকে বুড়িচং থানা পুলিশ বিজিবির সহায়তায় তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— প্রধান আসামি মো. সাইদুর রহমান (২৪), ২ নম্বর আসামি শাফিউল জান্নাত প্রকাশ সিয়াম (১৯) এবং ৪ নম্বর আসামি শাহারিয়ার নাজিম জয় (১৯)। সাইদুর রহমান ও সিয়াম বুড়িচং উপজেলার জগতপুর (নাগরবাড়ি) এলাকার বাসিন্দা এবং শাহারিয়ার নাজিম জয় কুমিল্লা কোতোয়ালী থানার বাঁশমঙ্গল গ্রামের বাসিন্দা।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আসামিরা ভারতে পালানোর প্রস্তুতি নিচ্ছে। এ তথ্য পাওয়ার পর তিনি বুড়িচং থানার একাধিক পুলিশ সদস্য নিয়ে দ্রুত অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত এলাকায় পৌঁছে পরিস্থিতির কারণে বিজিবির সহায়তা নেওয়া হয়। পরে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর সহযোগিতায় ভারতে পালানোর ঠিক আগমুহূর্তে আসামিদের গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা মামলার এজাহারনামীয় এক, দুই ও চার নম্বর আসামি। মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে তাদের থানায় নেওয়া হয়।

এর আগে রবিবার (১১ জানুয়ারি) দুপুরে বুড়িচং পৌরসভার জগতপুর (নাগরবাড়ি) গ্রামে পেম্পাস ফেলা নিয়ে ফাহিমা আক্তার আখিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হন।

বুড়িচং থানা সূত্রে জানা গেছে, হত্যা মামলায় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here