নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ফতুল্লার আলীগঞ্জ এলাকায় নদীতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে পাগলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল উদ্দিন জানান, লাশের বয়স ২৫/২৬ বছর বয়স হবে। খালি গায়ে পরণে শুধু কালো প্যান্ট ছিল। শরীরের অনেকাংশের চামড়া পঁচে উঠে গেছে। লাশের পরিচয় জানার চেষ্টা চলছে। তবে লাশটি যে স্থান থেকে উদ্ধার করা হয়েছে সেটি ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ উত্তর পানগাঁও এলাকা।
তিনি আরও জানান, এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হবে।