বীর মুক্তিযোদ্ধা স ম ইউসুফ আলীর নামে সড়ক উদ্বোধন

0

খুলনার পাইকগাছায় ‘বীর মুক্তিযোদ্ধা এড. স ম ইউসুফ আলী সড়ক’ উদ্বোধন করেছেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু। দীর্ঘ তিন বছরের প্রচেষ্টায় মডেল মসজিদের পাশ দিয়ে নতুন এ পাকা সড়ক নির্মাণ করা হয়েছে। শুক্রবার বাদ জুমা সড়কটির উদ্বোধন শেষে ইউসুফ আলীর মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

সড়কটি উদ্বোধনকালে উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল মন্টু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু, এস এম তৈয়বুর রহমান, কবিতা রানী দাশ, শিশু বিশেষজ্ঞ ডা. কওসার আলী গাজী, বীর মুক্তিযোদ্ধা স ম ইউসুফ আলীর ছেলে কৃষি ব্যাংকের ম্যানেজার মো. হাদিস উজ্জামান ও সহকারী অধ্যাপক ময়নুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here