বীরগঞ্জে অনৈতিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন

0

আনন্দ মেলার নামে  জুয়া, লটারী, হাউজি ও অশ্লীল নৃত্যসহ সকল অনৈতিক কার্যকলাপ বন্ধের দাবিতে দিনাজপুরের বীরগঞ্জে এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন করা হয়েছে। 
সোমবার সকাল ১১টায় বীরগঞ্জ এলাকাবাসীর ব্যানারে থানা গেট সংলগ্ন বিজয় চত্ত্বরে উক্ত মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বীরগঞ্জের নিজপাড়া ইউপির প্রেমবাজার নামক স্থানে মেলার নামে জুয়া, হাউজিং, লটারী অশ্লীল নৃত্যের কারণে সমাজিক অস্থিরতা বাড়ছে পাশাপাশি অবক্ষয়ের কারণে অপরাধে জড়িয়ে পড়ছে যুবসমাজ। এসব কারণে বেড়েছে চুরি, ছিনতাই, রাহাজানিসহ র্বিভিন্ন অপকর্ম। লটারি বিক্রয়সহ মেলার প্রচারের কাজে ব্যবহৃত শতাধিক মাইকের শব্দে শিক্ষার্থীদের পড়াশুনা ব্যহত হচ্ছে। এসব অপকর্ম বন্ধ করা না হলে সড়ক অবরোধের ডাক দিয়েছেন আনন্দোলনকারী নেতৃবৃন্দ। 
মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here