বিহারের আরারিয়া জেলায় এক স্থানীয় সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার সকালে তার নিজ বাড়িতেই তাকে অজ্ঞাত বন্দুকধারীরা মাথায় গুলি করে হত্যা করে বলে জাানিয়েছে বিহার পুলিশ।
এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার। তাৎক্ষণিকভাবে ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।
স্থানীয় পুলিশ কর্মকর্তারা তাৎক্ষণিকভাবেই তার বাড়িতে যান এবং তদন্ত শুরু করেন। পুলিশের প্রাথমকি ধারণা, পূর্ব শত্রুতার জেরেই বিমলকে হত্যা করা হতে পারে।
সূত্র: এনডিটিভি