বিহারের পর এবার পশ্চিমবঙ্গ থেকেও জঙ্গলরাজ খতম করব: নরেন্দ্র মোদী

0
বিহারের পর এবার পশ্চিমবঙ্গ থেকেও জঙ্গলরাজ খতম করব: নরেন্দ্র মোদী

বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ জোটের ব্যাপক জয়ের পর এবার নজর পশ্চিমবঙ্গের দিকে ঘোরালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সন্ধ্যায় দিল্লিতে বিজেপির সদর দপ্তরে বিজয়উৎসবে বক্তব্য দিতে গিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন—বিহারের পর এবার ‘জঙ্গলরাজ’ উঠিয়ে দিতে বিজেপির লক্ষ্য পশ্চিমবঙ্গ।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিহারের পর এখন বাংলা থেকে জঙ্গলরাজ উপড়ে ফেলবে বিজেপি। গঙ্গা যেমন বিহার পেরিয়ে বাংলায় আসে, তেমনি বিহারের জয় বাংলায় বিজেপির বিজয়ের পথ দেখিয়েছে।’ কেরালা, তামিলনাড়ু, পুদুচেরি, আসাম এবং পশ্চিমবঙ্গ—এই পাঁচ রাজ্যে বিজেপি কর্মীরা আরও উজ্জীবিত হবেন বলেও মন্তব্য করেন তিনি।

বিহারের নির্বাচনী ফলাফলে ২৪৩ আসনের মধ্যে দুই-তৃতীয়াংশের বেশি আসন দখল করেছে এনডিএ। জোটের ঝুলিতে গেছে ১৯৬-এর বেশি আসন, যার মধ্যে এককভাবে ৮৫টির বেশি আসন পেয়েছে বিজেপি। এই বিশাল জয়ের পরই দলীয় কর্মীদের উচ্ছ্বাসের মধ্যে মোদী পশ্চিমবঙ্গ প্রসঙ্গে কড়া বার্তা দেন।

বছর ঘুরলেই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। বাংলাদেশ সীমান্তবর্তী হওয়ায় অনুপ্রবেশ ইস্যু আবারও বড় আলোচ্য হবে। এছাড়া নারীর নিরাপত্তা, চাঁদাবাজি, আইনশৃঙ্খলার অবনতি, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)– এসব ইস্যুতেই লড়াই তীব্র হবে বলে মনে করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here