বিস্ফোরণে রুশ সামরিক ব্লগার নিহত: গ্রেফতার নারীর শুনানি আজ

0

ক্যাফেতে বিস্ফোরণে জনপ্রিয় রুশ সামরিক ব্লগার নিহতের ঘটনায় গ্রেফতার নারীর দারিয়া ত্রেপোভার শুনানি আজ অনুষ্ঠিত হবে। মস্কোর বাসমানি জেলা আদালতে এই শুনানি হবে। 

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ এজেন্সি ভেসিত এই তথ্য জানিয়েছে।

গতকাল ‍রুশ স্বরাষ্ট্রমন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করে। ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আমি সেখানে একটি মূর্তি বহন করেছিলাম, যা বিস্ফোরিত হয়।’

কেন তাকে আটক করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি বলব, ভ্লাদলেন তারাস্কির নিহতের ঘটনাস্থলে থাকার জন্য। তবে তাকে মূর্তিটি কে দিয়েছে তা বলতে অস্বীকার করেন ত্রেপোভা এবং বলেন ‘আমি কি এটি সম্পর্কে পরে বলতে পারি?

ত্রেপোভার বন্ধুরা জানিয়েছেন, তিনি (ত্রেপোভা) মেডিকেলের ছাত্রী ছিলেন। বিপণীতে নকশাকার (ডিজাইনার) এবং প্রশাসক হিসেবে কাজ করা ছাড়াও তিনি একাধিক চাকরি করেছেন।

তার পরিচিত একজন সাংবাদিকদের বলেন, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর ত্রেপোভা রাশিয়া ছেড়ে চলে যান। দেশে ফেরার আগে তিনি কয়েক মাস জর্জিয়াতে কাটান।

তার আরেকজন বন্ধু গণমাধ্যমে বলেন, গত মাসে ত্রেপোভার  সঙ্গে তার সাক্ষাৎ হয়। ওই সাক্ষাতে তিনি (ত্রেপোভা) তুরস্ক হয়ে ইউক্রেনে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিলেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here