রাজধানীর ফুলবাড়িয়ার সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত মারা গেছেন ১৮ জন। এ ঘটনায় ২০ জন আহত হয়ে ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এছাড়া দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি আছেন ১০ জন।
বুধবার সকালে এসব তথ্য জানান লালবাগ জোনের (ডেপুটি কমিশনার) জাফর হোসেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বলেন, সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় ঢামেকের বার্ন ও হাসপাতালে বিশ জনের মতো রোগী ভর্তি আছেন।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের প্রধান সমন্বয়কারী ডাক্তার সামন্ত লাল সেন বলেন, সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনায় ১১ জন রোগীর মধ্যে এক জনকে ঢামেকে পাঠানো হয়েছে। এখন আমাদের এখানে ১০ জনের মতো ভর্তি আছেন। এদের মধ্যে কয়েকজন অবস্থা খারাপ।