বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি, তিনি ছিলেন প্রাক্তন মিস ইন্ডিয়া। এক সময় পরপর বেশ কয়েকটি হিন্দি ছবিতে অভিনয় করেছিলেন। তার মধ্যে কিছু ছবি সাফল্যের মুখ দেখেছিল। কিন্তু ক্যারিয়ারের মধ্যগগনে আচমকাই বিয়ে করেন সেলিনা। তার পর স্বেচ্ছায় বলিউড থেকে বিদায় নেন এই অভিনেত্রী।
একটু পিছিয়ে যাওয়া যাক। ২০০১ সালে ‘জানশীন’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় সেলিনার। আর্কষণীয় চেহারার অধিকারী সেলিনাকেই ছেলের অভিষেক ছবির নায়িকা হিসেবে নির্বাচন করেন অভিনেতা-পরিচালক ফিরোজ খান। সাহসী দৃশ্যে ও পোশাকে নজর কাড়েন অভিনেত্রী। কিন্তু অভিনয়ের জন্য মাঝেমধ্যেই কটাক্ষের শিকার হতে হয়েছে এই অভিনেত্রীকে। এক সময় নিজে থেকেই সরে যান এই গ্ল্যামার দুনিয়ার চাকচিক্য থেকে। এবার সেলিনাকে নিয়ে বিস্ফোরক দাবি করলেন স্বঘোষিত চিত্র সমালোচক উমের সান্ধু।
কুরুচিকর টুইটের পাল্টা জবাব দেওয়ায় সেলিনার প্রশংসা করেছেন নেটাগরিকদের একাংশ।