বিসিবির শোকজ নোটিশের জবাব দিয়েছেন নাজমুল

0
বিসিবির শোকজ নোটিশের জবাব দিয়েছেন নাজমুল

ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করায় পরিচালক এম নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দেওয়ার নির্দেশ থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে জবাব দেননি তিনি। তবে সময়সীমা শেষ হওয়ার পরে তিনি নোটিশের জবাবে চিঠি জমা দিয়েছেন, এই তথ্য নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র।

নাজমুলকে গত ১৫ জানুয়ারি সকালে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। ১৭ জানুয়ারি সকাল ১১টার মধ্যে লিখিতভাবে উত্তর দেয়ার সময়সীমা দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি কোন জবাব দেননি। এরপর ৪৮ ঘণ্টা অতিবাহিত হওয়ার পর ডিসিপ্লিনারি কমিটির কাছে নাজমুল চিঠি জমা দিয়েছেন। তবে চিঠিতে তিনি কী লিখেছেন, তা এখনও জানা যায়নি।

নাজমুল আলোচনায় আসেন কয়েকদিন আগে তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলে মন্তব্য করার কারণে। সেই মন্তব্যের জন্য তাকে রিজয়েন্ডার দিতে বলা হলেও সেটা করেননি তিনি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ক্রিকেটারদের পারিশ্রমিক, সাফল্যসহ বিভিন্ন বিষয় নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। বিসিবির সেই পরিচালকের বিতর্কিত মন্তব্যের জেরে সব ধরনের ক্রিকেট বর্জনের হুমকি দেন ক্রিকেটাররা।

বিপিএলের ম্যাচ শুরুর আগে পদত্যাগ করতে বলা হলেও সেটা করেননি। যার ফলে ১৫ জানুয়ারি বিপিএলের একটি ম্যাচও মাঠে গড়ায়নি। এমন পরিস্থিতিতে অর্থ কমিটির চেয়ারম্যান পদ থেকে নাজমুলকে সরিয়ে দেয় বিসিবি। তাদের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়ে নিজেদের অনড় অবস্থান থেকে সরে আসেন ক্রিকেটাররা। পরবর্তীতে শর্তসাপেক্ষে ক্রিকেটে ফেরেন মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্তরা। যেখানে নাজমুলকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে। এরপরই বিসিবি তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়।

সূত্র: ক্রিকফ্রেঞ্জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here