২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতে দল পাঠাতে অস্বীকৃতি জানিয়েছিল।
বাংলাদেশের দাবি ছিল, তাদের ম্যাচগুলো যেন শ্রীলঙ্কায় সরানো হয়। আইসিসি সেই দাবি মানেনি। আইসিসি যখন বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে নেওয়ার ঘোষণা আনুষ্ঠানিক ঘোষণা দিল, মিরপুরে তখন চলছে বিসিবির পরিচালনা পর্ষদের সভা। সেই বৈঠকেই নেওয়া হলো চূড়ান্ত সিদ্ধান্ত, বিশ্বকাপ থেকে বাদ পড়লেও কোনো আইনি পদক্ষেপের পথ বেছে নেবে না বোর্ড।
আইসিসির সিদ্ধান্ত পছন্দ না হলে বিসিবি কোনো সালিশী বা আইনি ব্যবস্থা নেবে, এমন আলোচনা কয়েক দিন ধরেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। তবে আইসিসি বোর্ডে ১৪-২ ভোটে হেরে গিয়ে যে সিদ্ধান্ত হয় গেছে, সেটি বদলে দেওয়ার আইনি ভিত্তি আদৌ আছে কি না, সংশয় ছিল সেসব নিয়েও।
সেসব গুঞ্জন থামিয়ে বিসিবি পরিচালক ও বোর্ডের মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন জানালেন, বিসিবির পক্ষ থেকে আর কোনো পদক্ষেপ নেওয়া হবে না।
তিনি আরও বলেন, “আমরা আইসিসির বোর্ডের সিদ্ধান্তই মেনে নিয়েছি। যেহেতু আইসিসি বলেছে যে, আমরা খেলতে যেতে পারব না বা শ্রীলংকায় আমাদের খেলা স্থানান্তর করতে পারবে না তারা, এই ক্ষেত্রে আমরা ভারতে গিয়ে খেলতে পারছি না। আমাদের অবস্থান ওখানেই আছে। এখানে আমাদের আর আলাদা কোনো আরবিট্রেশন বা কিছুর মধ্যেই আমরা যাচ্ছি না।”

