বিসিবির জরুরি বৈঠক আজ

0

ইনজুরির কারণে বিশ্বকাপের মাস দু’য়েক আগে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। এখন নতুন করে ওয়ানডে অধিনায়ক খুঁজতে হচ্ছে বিসিবিকে। হাতে সময়ও খুব বেশি নেই। এ মাসের শেষদিকেই শ্রীলঙ্কায় হবে এশিয়া কাপ। তাই খুব তাড়াতাড়িই ওয়ানডে অধিনায়ক বেছে নিতে হবে বাংলাদেশকে।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পরিচালনা পর্ষদের সভায় জাতীয় দলের ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করতে পারে বিসিবি। আজ মঙ্গলবার (৮ আগস্ট) বিসিবির এ জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে।

এ তালিকায় নাম আছে গেল বছর ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে ঐতিহাসিক সিরিজ জয়ে দলকে নেতৃত্ব দেওয়া লিটন দাসেরও। তামিমের ডেপুটি হিসেবে ছিলেন লিটন। শেষ মূর্হুতে অধিনায়কের তালিকায় নাম উঠে এসেছে অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজেরও।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here