বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস প্রকাশ

0

বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। 

আবশ্যিক ও পদসংশ্লিষ্ট সব বিষয়ের লিখিত পরীক্ষার এই সিলেবাস পাওয়া যাবে পিএসসির ওয়েবসাইটে (https://bpsc.gov.bd)।

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে চলতি বছরের ২৭ নভেম্বর থেকে। এই বিসিএসের আবশ্যিক ও পদসংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।

৪৫তম বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। নন-ক্যাডারে নেওয়া হবে ১ হাজার ২২ জন।

এই বিসিএসে আবেদন করেছিলেন ৩ লাখ ৪৬ হাজার প্রার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন।

৪৫তম বিসিএসের প্রিলিমিনারি অনুষ্ঠিত হয়েছে গত ১৯ মে ২০২৩। এই ধাপে উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ৭৮৯ জন, যা মোট পরীক্ষার্থীর ৫ শতাংশের কম। বিগত ৫টি বিসিএসের মধ্যে এই বিসিএসেই সবচেয়ে কম প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here