বিসিএস উইমেন নেটওয়ার্কের আয়োজনে দিনব্যাপী কর্মশালা

0

বাংলাদেশ সিভিল সার্ভিসে কর্মরত নারী ক্যাডার অফিসারদের সংগঠন বিসিএস উইমেন নেটওয়ার্ক সরকারি চাকরিতে জেন্ডার গাইডলাইন বিষয়ে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৮ জুলাই) অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক।

মানিকগঞ্জ জেলা পরিষদের সার্বিক সহযোগিতায় কর্মশালার সভাপতিত্ব করেন বিসিএস উইমেন নেটওয়ার্কের সভাপতি বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ।

বিসিএস উইমেন নেটওয়ার্কের মহাসচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সায়লা ফারজানার পরিচালনায় ও নেটওয়ার্কের যুগ্ম-মহাসচিব পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি শামীমা বেগম, বিপিএম পিপিএম এর সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় আটটি গ্রুপে ভাগ হয়ে নারী কর্মকর্তারা প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে কাজের অভিজ্ঞতার আলোকে সুচিন্তিত মতামত ও পরামর্শ প্রদান করেন।

উল্লেখ্য, সিভিল সার্ভিসে নারী কর্মকর্তার জন্য সমান সুযোগ সৃষ্টি ও জেন্ডার ন্যায্যতা আনয়নে বৈষম্যমুক্ত কর্ম-পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যে ২০১০ সালে প্রতিষ্ঠিত বিসিএস উইমেন নেটওয়ার্ক এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here