বিষমুক্ত সবজি নিশ্চিতকরণে বগুড়ায় টিএমএসএসের কাঁচাবাজার

0
বিষমুক্ত সবজি নিশ্চিতকরণে বগুড়ায় টিএমএসএসের কাঁচাবাজার

বিজয়ের মাস উপলক্ষে বগুড়ার জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে নিরাপদ ও বিষমুক্ত সবজি নিশ্চিত করতে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায় উদ্বোধন করা হলো টিএমএসএস কাঁচাবাজার লিমিটেড। শুক্রবার বিকেলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন টিএমএসএস প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক (অশোকা ফেলো, পিএইচএফ অ্যান্ড একেএস) অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম। 

এসময় উপস্থিত ছিলেন টিএমএসএস উপদেষ্টা আয়েশা বেগম, বিসিএল গ্রুপরে ব্যবস্থাপনা পরিচালক টি.এম আলী হায়দার, হেলথ সেক্টর প্রধান
ও উপ-নির্বাহী পরিচালক রোটা. ডা. মো. মতিউর রহমান, টিএমএসএস উপ-নির্বাহী পরিচালক সোহরাব আলী খানসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

টিএমএসএস প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম বলেন, খাদ্যে নিরাপত্তা এখন সময়ের দাবি। ভেজালমুক্ত খাদ্যপণ্য সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে টিএমএসএস কাঁচাবাজার লিমিটেড নতুন দিগন্ত উন্মোচন করবে। কৃষকদের কাছ থেকে সরাসরি পণ্য সংগ্রহ করে ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ায় মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং কৃষক ন্যায্যমূল্য পাবেন। এখানে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য দোকান ভাড়াও হবে কম। যাতে স্থানীয় ব্যবসা আরও বিকশিত হয়। বাজারটি চালুর মাধ্যমে এ অঞ্চলের কৃষি অর্থনীতি আরও গতিশীল হবে এবং সাধারণ ক্রেতারা আরও নিরাপদ, সুশৃঙ্খল ও আধুনিক বাজার সুবিধা পাবেন। 
টিএমএসএস কর্মকর্তারা জানান, টিএমএসএস কাঁচাবাজার লিমিটেড একটি আধুনিক, সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব বাজার গড়ে তোলার লক্ষ্যে  বাজারটির শেড প্রায় ১৫০ কিলোওয়াট শক্তি সম্পন্ন সোলার প্যানেল দিয়ে তৈরি করা হয়েছে। যাতে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হওয়া ছাড়াও উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ ব্যবহার করা যাবে। ফলে বাজারটি হবে বিদ্যুৎ সাশ্রয়ী, টেকসই এবং পরিবেশবান্ধব। এছাড়া নারী ক্রেতা ও উদ্যোক্তাদের জন্য বিশেষভাবে সুবিধাজনক করতে বাজারটিতে রাখা হয়েছে নারী বান্ধব অবকাঠামো। যেখানে নিরাপদ চলাচলের পথ, পর্যাপ্ত আলো ও মনিটরিং ব্যবস্থা থাকবে। এতে নারীদের অংশগ্রহণ বাড়বে এবং ব্যবসায়িক পরিবেশ আরও স্বাচ্ছন্দ্যময় হবে। বাজারে রয়েছে উন্নত স্যানিটেশন ব্যবস্থা, যেখানে পরিষ্কার-পরিচ্ছন্ন টয়লেট, নিরাপদ পানির ব্যবস্থা এবং বর্জ্য ব্যবস্থাপনার আধুনিক সুবিধা।
সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনায় বাজারে রাখা হবে সাশ্রয়ী মূল্য। বাজারে পাওয়া যাবে কীটনাশকমুক্ত ফল, শাকসবজি, দুগ্ধজাত পণ্যসহ বিভিন্ন অর্গানিক কৃষিপণ্য। যা সরাসরি কৃষকের কাছ থেকে সংগ্রহ করা হবে। উন্মুক্ত আকাশের নিচে কৃষক, উৎপাদক ও ক্রেতারা কোনো ধরনের খাজনা বা অতিরিক্ত ব্যয় ছাড়াই নির্বিঘ্নে কেনাবেচা করতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here