বরগুনার আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের মধ্যতারিকাটা গ্রামে জমিতে হাঁস বিচরণ করায় বিষ প্রয়োগে দিনমজুরের ১৬টি হাঁস হত্যার অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনায় হাঁসের মালিক আবু জাফর বাদী হয়ে আমতলী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
জানা গেছে, উপজেলার মধ্যতারিকাটা গ্রামের হারুন তালুকদারের ছেলে দিনমজুর মো. আবু জাফরের পালন করা ১৬টি হাঁস প্রতিবেশী নাসির উদ্দিন হাওলাদারের জমিতে বিচরণ করতো। নাসিরের স্ত্রী জাকিয়া বেগম বুধবার বিকালে ধানের সাথে বিষ মিশিয়ে ওই ক্ষেতে ছিটিয়ে রাখেন।
জাফরের পালিত হাঁস ওই বিষ মিশ্রিত ধান খেয়ে বাড়িতে আসামাত্র এক এক করে মাটিতে লুটিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে ১৬টি হাঁস মারা যায়।
হাঁসের মালিক আবু জাফর অভিযোগ করে বলেন, ‘জমিতে মোর আস (হাঁস) যাওয়ায় ধানের সাথে এন্ডি (বিষ) দিয়ে মোর ১৬টি আস (হাঁস) মাইর্যা হালাইছে। মুই এইয়া কইতে যাওয়াও নাসির ও হের বউ জাকিয়া মোরে মারতে আইছে। হের পর মোগো গ্রাম ছাড়া করার ডর (হুমকি) দেহায়।’
আবু জাফরের স্ত্রী ফাহিমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, মোরা গরীব মানুষ খাইয়া না খাইয়া আস (হাঁস) পালছি। হেই আস (হাঁস) পাশের বাড়ির জাকিয়া বেগম মাইর্যা হালাইছে। মুই এইআর বিচার চাই।
অভিযুক্ত জাকিয়া বেগম বিষ প্রয়োগে হাঁস হত্যার অভিযোগ অস্বীকার করে বলেন, কারা হাঁস মেরেছে সে বিষয়ে আমি কিছু জানি না।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন, বিষ প্রয়োগে ১৬টি হাঁস হত্যার অভিযোগ পেয়ে তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তে প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।