বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে নেত্রকোনায় র‌্যালি ও আলোচনা সভা

0

নেত্রকোনায় বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে সচেতনতা বাড়ানোর জন্য দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ও পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ।

পরে ডিসি অফিস প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ফিরে আসে। বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সচেতনতা বাড়াতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় সরকারি সংশ্লিষ্ট সকল দপ্তরসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

এসময় বক্তারা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল কার্যালয় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পদচারণা বাড়িয়ে শিশুদের রক্ষা করার প্রতি জোর দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here