বিশ্ব ডায়াবেটিস দিবসে সাদুল্লাপুরে র‌্যালি ও আলোচনা সভা

0
বিশ্ব ডায়াবেটিস দিবসে সাদুল্লাপুরে র‌্যালি ও আলোচনা সভা

১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে গাইবান্ধার সাদুল্লাপুর ডায়াবেটিক সমিতির উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহিনুল ইসলাম মন্ডল শাহিন।

মঙ্গলবার দুপুরে সমিতি চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে গিয়ে শেষ হয়। এবারের প্রতিপাদ্য ছিল ‘কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন’।

পরে স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেডিকেল অফিসার ডা. শফিউল ইসলাম আকাশ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমও ডা. দিপান্বিতা দাস তুষি, ওসি তাজউদ্দিন খন্দকার, কলেজ অধ্যক্ষ জয়নাল আবেদিন, ইউপি চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদা ও উপজেলা বিএনপি নেতা সাজ্জাদ হোসেন পল্টন।

এছাড়া মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষকসহ স্থানীয় সামাজিক সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মাহমুদুল হক মিলন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here