বিশ্বে আরো বাড়বে শিশু শ্রমিকের সংখ্যা, আইএলও’র হুঁশিয়ারি

0

বিশ্বজুড়ে আরো বাড়বে স্কুল থেকে ঝড়ে পড়ে কাজে যোগ দেওয়া শিশুর সংখ্যা। এ বিষয়ে সতর্কতা দিয়েছে জাতিসংঘের শ্রমিক বিষয়ক সংস্থা আইএলও।

আইএলও’র মহাপরিচালক গিলবার্ট হুংবো বলেছেন, বর্তমানে বড় ধরনের সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে বিশ্ব অর্থনীতি। ফলে অনেক শিশু যৌন সংশ্লিষ্ট পেশায় নামতেও বাধ্য হচ্ছে।

আইএলও প্রধানের মতে, করোনার পর মুদ্রাস্ফীতি বাড়তে থাকে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে আরো বেড়েছে জীনযাপন ব্যয়। যার ফলে পরিস্থিতি আরো ভয়াবহ হেয়ে উঠছে। তিনি দাবি করেছেন, দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠবে।

২০২০ সালের প্রথমদিকের তথ্য থেকে জানা যায় বিশ্ব জুড়ে শিশু শ্রমে বাধ্য হচ্ছে ১৬ কোটি শিশু।  এই কয় বছরে সেই সংখ্যা উদ্বেগজনক হারে আরো বেড়েছে।

 

সূত্র: বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here