আজও বায়ু দূষণের শীর্ষে রাজধানী ঢাকা। আজ মঙ্গলবার সকাল ১০টা ২০ মিনিটে বিশ্বের ১১০ শহরের মধ্যে ঢাকার বায়ু সবচেয়ে বেশি দূষিত বলে চিহ্নিত হয়েছে।
সুইডেনের বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা ‘এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার)’ সূচক থেকে এ তথ্য জানা গেছে।
দ্বিতীয় অবস্থানে রয়েছে ঘানার আক্রা। এই শহরের স্কোর ২১৫ অর্থাৎ সেখানকার বায়ুর মানও ‘খুবই অস্বাস্থ্যকর’।
তালিকায় তিন নম্বরে রয়েছে পাকিস্তানের করাচি। এই শহরের স্কোর ২১৩ অর্থাৎ সেখানকার বাতাসও ‘খুবই অস্বাস্থ্যকর’। তালিকার চতুর্থ শহর পাকিস্তানের আরেক শহর লাহোর। এই শহরের স্কোর ১৯৫। অর্থাৎ এই শহরের বায়ু ‘অস্বাস্থ্যকর’।
তালিকায় পঞ্চম স্থানে রয়েছে চীনের শেনিয়াং। শহরটির স্কোর ১৮৭। সেখানকারও বায়ুও ‘অস্বাস্থ্যকর’।
এরপরের তিনটি অবস্থানে রয়েছে ভারতের তিনটি শহর। ষষ্ঠ অবস্থানে থাকা ভারতের দিল্লির স্কোর ১৮৬, সপ্তমে থাকা কলকাতা ১৮৪ এবং অষ্টমে অবস্থানে থাকা মুম্বাইয়ের স্কোর ১৮২। এই তিনটি শহরের বায়ুই আজ ‘অস্বাস্থ্যকর’।
আইকিউএয়ারের তথ্যানুযায়ী, আজ সবচেয়ে ভালো বায়ু বিরাজ করছে কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার ভ্যানকুভারে। শহরটির দূষণ মাত্রার স্কোর ছিল মাত্র ১৩। সূত্র: আইকিউ এয়ার