বিশ্বের সবচেয়ে সুন্দর স্টেডিয়ামের তালিকায় সিলেট

0
বিশ্বের সবচেয়ে সুন্দর স্টেডিয়ামের তালিকায় সিলেট

বিশ্বের সবচেয়ে সুন্দর ক্রিকেট স্টেডিয়ামের তালিকায় স্থান করে নিয়েছে বাংলাদেশের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ইংল্যান্ডের ক্রিকেটভিত্তিক গণমাধ্যম ‘ক্রিকেট ৩৬৫’ প্রকাশিত প্রতিবেদনে সিলেটসহ মোট সাতটি মনোরম স্টেডিয়ামকে বিশ্বের সবচেয়ে সুন্দর হিসেবে নির্বাচিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে পাহাড় ও চা-বাগানের মনোরম পরিবেশে অবস্থিত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম যেন চোখের আরাম। চারপাশের সবুজ শ্যামল প্রাকৃতিক দৃশ্য এমন অনুভূতি দেয়, যেন কোনো সবুজ স্বর্গের মাঝখানে ক্রিকেট ম্যাচ চলছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘বিশেষ করে সকাল বা সন্ধ্যার আলোয় সিলেটের পাহাড় ঘেরা মাঠের সৌন্দর্য আরও বেড়ে যায়। কুয়াশা ও গোধূলির আলোয় মাঠ যেন এক স্বপ্নরাজ্য,’

২০০৭ সালে নির্মিত এই স্টেডিয়ামটি আন্তর্জাতিক অঙ্গনে আত্মপ্রকাশ করে ২০১৪ সালের ১৭ মার্চ। টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড ম্যাচ দিয়ে। এরপর থেকে এটি বহু আন্তর্জাতিক সিরিজ, বিপিএলসহ গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট আয়োজন করেছে।

ক্রিকেট ৩৬৫-এর তালিকায় সিলেট ছাড়াও রয়েছে, দক্ষিণ আফ্রিকার নিউল্যান্ডস ক্রিকেট স্টেডিয়াম, অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভাল, ভারতের ধর্মশালা এইচপিসিএ স্টেডিয়াম, পাকিস্তানের গওয়াদর ক্রিকেট স্টেডিয়াম, ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ও ইংল্যান্ডের লর্ডস ক্রিকেট স্টেডিয়াম।

সূত্র: ক্রিকেট ৩৬৫

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here