বিশ্বাস ও আস্থাহীনতায় ভুগছে বিশ্ব, কেন বললেন মোদী

0

বর্তমান বিশ্ব আস্থা ও বিশ্বাসের ঘাটতিতে ভুগছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শনিবার জি-২০ শীর্ষ সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

তাই, গোটা বিশ্বের মঙ্গলের জন্যই আমাদের একসাথে চলতে হবে, যোগ করেন মোদী।

এ সময় এই বিশ্বাসহীনতাকে একে অপরের প্রতি আস্থায় পরিণত করার জন্য সমগ্র বিশ্বের কাছে আবেদন জানান ভারতের প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “আমরা এমন এক সময়ে বাস করছি, যখন বহু আগের পুরনো সমস্যাগুলো উত্তর খুঁজে বেড়াচ্ছে। আমাদের মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির সাথে আমাদের দায়িত্ব পালন করতে হবে। এ জন্য ‘সবার সঙ্গে, সবার বিকাশ, সবার বিশ্বাস, সবার প্রয়াস’ ধারণাটি বিশ্বের জন্য একটি পথপ্রদর্শক হতে পারে।” সূত্র: এনডিটিভি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here