সিলেটের বিশ্বনাথে সামাজিক সংগঠন ‘রেসকিউ লাইফ ফাউন্ডেশন’র উদ্যোগে সুন্নাতে খৎনা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দুপুরে বিশ্বনাথ পৌর শহরের নতুন বাজারের কার্যালয়ে ২য় ধাপে সুন্নতে খৎনা সম্পন্ন করে সংগঠনটি। পরে সন্ধ্যায় সংগঠনের সিনিয়র সদস্য হাসান চৌধুরীর যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
‘রেসকিউ লাইফ ফাউন্ডেশন’র সভাপতি আবদুন নূর তুষারের সভাপতিত্বে অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ। সংগঠনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সাব্বিরের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন সাংবাদিক রাজা মিয়া, ক্রীড়া সংগঠন একেএম তোহেম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সদস্য নজির আহমদ ও স্বাগত বক্তব্য দেন সহসভাপতি নাহিদ আহমেদ সুয়েব।