বিশ্বনাথে ভারতীয় মদসহ কারবারি গ্রেফতার

0

সিলেটের বিশ্বনাথে ৬২ বোতল ভারতীয় মদসহ এক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তার নাম আলী আহমদ (৩০)। সে উপজেলার দেওকলস ইউনিয়নের সৎমানপুর গ্রামের এখলিছ আলীর ছেলে। আজ রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে তাকে সিলেট আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগের দিন শনিবার (১৮ জানুয়ারি) রাত দেড়টায় নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এসময় তার খাটের নিচ থেকে সাদা পলিথিনের বস্তায় রাখা ৮ বোতল ভারতীয় এসিব্লাক ও ৫৪ বোতল অফিসার চয়েজ মদ উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, আলী আহমদ মাদক চোরাচালান ও বিক্রির সাথে জড়িত। ঘটনার দিন বিক্রির উদ্দেশ্যে মাদকের এ চালান সে হেফাজতে নিয়ে নিজ বসত ঘরে লুকিয়ে রাখে। গোপন সংবাদের ভিত্তি অভিযান চালিয়ে মাদকসহ তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ মো. রুবেল মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৬২ বোতল ভারতীয় মদসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাকে সিলেট বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here