সিলেটের বিশ্বনাথে ‘মিয়ারবাজার ক্রিকেট প্রিমিয়ার লীগ’ (এমপিএল)-এর ষষ্ঠ আসর শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঐতিহ্যবাহী মিয়ারবাজার পশ্চিমের মাঠে জমকালো আয়োজনে আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
মিয়ারবাজার ক্রীড়া সংস্থার উদ্যোগে ও প্রবাসীদের অর্থায়নে আয়োজিত এ টুর্নামেন্টে ছয়টি শক্তিশালী দল অংশগ্রহণ করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিয়ারবাজার ক্রীড়া সংস্থার সভাপতি মো. বেদার উদ্দিন চৌধুরী। সাধারণ সম্পাদক এমদাদুল হকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চান্দভরাং উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন চৌধুরী।
আসরটি উদ্বোধন করেন বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান। বিশেষ অতিথি ছিলেন ফ্রান্স প্রবাসী মঞ্জুর আহমদ ও যুক্তরাজ্য প্রবাসী কামরুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য মো. মজম্মিল আলী, শিহাব আহমদ, আব্দুল মানিক ও সুন্দর আলী, সংস্থার সহ-সভাপতি আব্দুর রশিদ আব্দুল্লাহ, ওসমান আহমদ, সাংগঠনিক সম্পাদক জাহির আহমদ ও ক্রীড়া সম্পাদক মাসুম রায়হান।
উদ্বোধনী খেলায় জেইডেন একাডেমিকে ১৩ রানের ব্যবধানে হারিয়ে সবুজ সাথী ক্রিকেট ক্লাব রায়কেলী জয় লাভ করে। আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে এবং সুস্থ বিনোদনের লক্ষ্যেই এ আয়োজন।

