বিশ্বনাথে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

0

দেশব্যাপী বিএনপির নৈরাজ্য ও অস্থিরতা তৈরির প্রতিবাদে সিলেটের বিশ্বনাথে ‘শান্তি সমাবেশ’ করেছে আওয়ামী লীগ। আজ শুক্রবার বিকেল ৪টায় উপজেলার দশঘর ইউনিয়নের পীরের বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।  
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) শফিকুর রহমান চৌধুরী। সাধারণ সম্পাদক ইলিয়াস মিয়ার পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এডভোকেট আব্বাস উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) শাহ আসাদুজ্জামান, সহসভাপতি শমছু মিয়া, মোহাম্মদ আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক মখদ্দুছ আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, ইস্ট লন্ডন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টুনু মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য শমছু মিয়া লয়লুছ, তজম্মুল আলী, তৈমুছ আলী, শওকত আলী, কামরুল ইসলাম, নজরুল ইসলাম, দুলাল মিয়া, কামরুজ্জামান সেবুল, নন্দ লাল বৈদ্য, জিয়াউর রহমান, মাহমুদুল করিম মঞ্জুর, সেলিম মিয়া, আবদুল করিম, শেখ শাহান শাহ প্রমুখ।        

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here