বিশ্বখ্যাত ল্যুভর জাদুঘরে চুরি

0
বিশ্বখ্যাত ল্যুভর জাদুঘরে চুরি

বিশ্বখ্যাত প্যারিসের ল্যুভর জাদুঘরে দিনদুপুরে চুরির ঘটনা ঘটেছে। রবিবার এ ঘটনার পরপরই জাদুঘরটি বন্ধ করে দেওয়া হয়েছে।

ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী রাচিদা দাতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জাদুঘরটি রবিবার সকালে খোলার সময়ই এই ডাকাতির ঘটনা ঘটে। তিনি জানিয়েছেন, তিনি ঘটনাস্থলে আছেন এবং পুলিশ তদন্ত শুরু করেছে।

জাদুঘর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ‘বিশেষ কারণে’ আজকের দিনের জন্য জাদুঘর বন্ধ থাকবে। তবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ বলেছেন, প্যারিসের ল্যুভর জাদুঘর থেকে চুরি হওয়া গহনা ‘অমূল্য’।

ফরাসি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তিনজন মুখোশধারী ব্যক্তি সংস্কারাধীন একটি মালবাহী লিফট ব্যবহার করে অ্যাপোলো গ্যালারিতে প্রবেশ করে, যেখানে ফ্রান্সের রাজমুকুটের অবশিষ্ট অলংকার সংরক্ষিত আছে। এই গ্যালারিটি সেঁন নদীর পাশে অবস্থিত। ডাকাতরা জানালা ভেঙে ভেতরে ঢোকে এবং পরে মোটর স্কুটারে চড়ে পালিয়ে যায়। চুরি হওয়া জিনিসপত্রের মূল্য এখনো জানা যায়নি।

পর্যটকদের কাছে সবচেয়ে আকর্ষণীয় স্থানগুলোর একটি ল্যুভর জাদুঘর। লিওনার্দো দা ভিঞ্চির ‘মোনালিসা’ চিত্রকর্মটি এই জাদুঘরেই রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here