বিশ্বকাপ ব্যর্থতায় বোর্ডের প্রশ্নের মুখে দ্রাবিড়-রোহিত

0

বিশ্বকাপে টানা ১০ ম্যাচ জিতেও ফাইনালে এসে হেরে যায় ভারত। অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হারতে হয়। সেই ঘটনার প্রায় দু’সপ্তাহ পরে ভারতের কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মাকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে ভারতীয় বোর্ডের।

কেন ভারতকে ফাইনালে হারতে হলো, কী কারণ ছিল-সেগুলোই জানতে চাওয়া হয়েছে তাদের থেকে। দু’জনে সেই প্রশ্নের উত্তরও দিয়েছেন।

ভারতের কোচ জানান, নরেন্দ্র মোদি স্টেডিয়ামের পিচ যেমন আচরণ করবে ভাবা হয়েছিল, তা করেনি। ভাবা হয়েছিল সেই পিচ আরও ঘুরবে এবং স্পিনারদের সাহায্য করবে। কোনোটাই হয়নি। উল্টে অস্ট্রেলিয়ার বোলাররা সেই পিচে দাপট দেখান। পিচের কারণেই ভারত হেরে যায় সেই ম্যাচ।

ভারতের পরিকল্পনা নিয়েও জিজ্ঞাসা করা হয় বোর্ডের পক্ষে। দ্রাবিড় জানান, একই পরিকল্পনা অনুযায়ী বাকি ম্যাচগুলো খেলেছে ভারত এবং সাফল্য পেয়েছে। কিন্তু আসল দিনেই পরিকল্পনা ঠিকঠাক খাটেনি। উল্টো অস্ট্রেলিয়া পরিকল্পনা অনুযায়ী বল করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here