“বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকি কি না, দেখেন”: লিটনের বক্তব্যে নতুন প্রশ্ন

0
“বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকি কি না, দেখেন”: লিটনের বক্তব্যে নতুন প্রশ্ন

বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন হয়েছে চট্টগ্রামে। বুধবার রেডিসন ব্লু বে ভিউ হোটেলের গ্রিন গ্রাউন্ডে আনুষ্ঠানিকভাবে ট্রফি উন্মোচন করেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস, আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টারলিং। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ম্যাচ।

ট্রফি উন্মোচনের পর স্টেডিয়াম প্রাঙ্গণে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ দল। সেখানে টি-টোয়েন্টি সিরিজ, বিশ্বকাপ সামনে রেখে পরিকল্পনা, দলের প্রস্তুতি—সবকিছু নিয়েই কথা বলছিলেন লিটন দাস। কিন্তু শামীম হোসেনকে দল থেকে বাদ দেওয়ার প্রশ্ন উঠতেই বদলে যায় পরিস্থিতি। লিটন অভিযোগ করেন, তাকে কিছু না জানিয়েই শামীমকে বাদ দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘থাকলে অবশ্যই ভালো হতো। ইটস নট মাই কল, টোটালি সিলেক্টরস কল। আমি জানি না কেন, তবে নির্বাচকরা আমাকে কোনো নোটিশ না দিয়েই শামীমকে বাদ দিয়েছে। আমি এতদিন জানতাম, একটা দল হ্যান্ডল করার সময় অন্তত অধিনায়ক জানে কোন ক্রিকেটার কখন দলে আসবে, কখন বাইরে যাবে। বাংলাদেশের প্রত্যেক ক্রিকেটারই সেরা ক্রিকেটার বলেই জাতীয় দলে থাকে। যে ১৫ জনই থাকুক, তারা ভালো করবে। তবে শামীমকে বাদ দেওয়ার পেছনে কোনো কারণ আমি দেখি না, জানিও না কেন বাদ পড়েছে সে।’

দল ঘোষণার পর প্রধান নির্বাচকের সঙ্গে কথা হয়েছিল কি না—এ প্রশ্নের জবাবে লিটন সংক্ষেপে বলেন, ‘উত্তরটা আমি দিয়ে দিয়েছি না?’

নির্বাচকদের সিদ্ধান্ত নিয়ে আরেক প্রশ্নে লিটন বলেন, ‘গুড পয়েন্ট। সিদ্ধান্তটা যদি শেষ পর্যন্ত আমাদের ওপর থেকে আসতো, ভালো হতো। আন্তর্জাতিক ক্রিকেটে আপনাকে ডানহাতি-বাঁহাতি সমন্বয় করতেই হয়। দেখা যাক এখন যারা দলে আছে, তারা এই মুহূর্তে সেরা। আমি বিশ্বাস করি, যে কেউ বাংলাদেশ দলে আসে, সে সেরা হয়েই আসে। তারা ডেলিভার করার চেষ্টা করবে।’

সংবাদ সম্মেলন শেষে ড্রেসিং রুমের পথে হাঁটতে হাঁটতেই লিটন আরও একটি কথায় আলোচনার নতুন ঢেউ তুললেন। বিশ্বকাপ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বিশ্বকাপ পর্যন্ত আমি (অধিনায়ক) থাকি কি না, দেখেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here