বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে ২০৯ রানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপার স্বাদ পেয়েছে অস্ট্রেলিয়া। ওভালে ভারতের বিপক্ষে টেস্ট জিতে নতুন ইতিহাসও গড়েছে অজিরা। প্যাট কামিন্সদের বিরুদ্ধে খেলতে নেমে রোহিত শর্মার ভারতকে কার্যত দিশেহারা দেখিয়েছে। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে স্মিথ এবং হেডের সেঞ্চুরির ফলে শুরুতেই এগিয়ে যায় অজি বাহিনী। অজি বোলারদের দাপটে কামব্যাক করতে পারেনি টিম ইন্ডিয়া।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয়বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হারের পর ভারত অধিনায়ক রোহিত শর্মা সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন।
রোহিত শর্মা বলেন, আমাদের একাগ্রতার কোনো অভাব নেই। আমরা অন্যভাবে খেলতে চাই। আমরা ভিন্ন কিছু করতে চাই। আমরা অনেক আইসিসি টুর্নামেন্ট খেলেছি, কিন্তু এখনও জিততে পারিনি। আমাদের প্রচেষ্টা থাকবে অন্যভাবে খেলা এবং ভিন্ন কিছু করার।
তার মতে, একটি ম্যাচের বদলে তিনটি ম্যাচের সিরিজ হওয়া উচিত। সত্যি বলতে, এই ধরনের একটি বড় টুর্নামেন্টে দুই দলের জন্য নায্য সুযোগ থাকা দরকার। এটি তিন ম্যাচের সিরিজ তা চমৎকার হবে। এই রকম বড় টুর্নামেন্টে একটা দল দুই বছর ধরে কঠিন ক্রিকেট খেলে আসে সেখানে একটি মাত্র ম্যাচ যথেষ্ট নয়। তাই আমি মনে করি, যদি পরের মৌসুমে এটা সম্ভব হয় তাহলে তিনটি ম্যাচের সিরিজ হওয়া উপযুক্ত হবে।