বিশ্বকাপ দলে কি থাকবেন মাহমুদুল্লাহ?

0

গেল বছর ওয়ানডে থেকে বাদ পড়ার পর মাহমুদউল্লাহ রিয়াদের ক্যারিয়ার নিয়েই শঙ্কা জেগেছিল। তবে শেষ পর্যন্ত নিজেকে প্রমাণ করেই ভারত বিশ্বকাপের টিকিট পান টাইগার এই অভিজ্ঞ ক্রিকেটার। সুযোগ পেয়েই ব্যাট হাতে পারফর্মম্যান্স করে দেখিয়েছেন তিনি। 

ভারত বিশ্বকাপে বাংলাদেশের অল্প কিছু প্রাপ্তির একটি ছিল মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিং। বিশ্বকাপের সেই ফর্ম টেনে এনেছেন চলমান বিপিএলেও। ব্যাট হাতে ভালো ফর্মে আছেন রিয়াদ। কদিন আগেই ক্রিকেট বোর্ডের পরিচালক আকরাম খান তাই বলেছিলেন, রিয়াদ টি-টোয়েন্টিতে অটো চয়েজ। এরপরই তিনি ডাক পেলেন সংক্ষিপ্ত ফরম্যাটের এই দলে।

চট্টগ্রামে রাজ্জাক বলেন, ‘কেন্দ্রীয় চুক্তির সাথে দলে চান্স পাওয়ার কোনো মিল নেই। চুক্তি হচ্ছে আগের বছরে খেলা দেখে। আগের বছরে রিয়াদ ওইরকম টি-টোয়েন্টি খেলে নাই। এখন মনে হচ্ছে রিয়াদ টি-টোয়েন্টি ভালো খেলছে। ভালো অবস্থায় আছে। তাই রাখা হয়েছে। এরপরেও যদি ভালো খেলে তাহলে বিশ্বকাপের জন্যও থাকবে চিন্তাতে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here