বিশ্বকাপ থেকে বিদায়ে নিজের দায়িত্ব নিয়ে চাপে আছেন বলে স্বীকার করেছেন পাকিস্তানি অধিনায়ক বাবর আজম। টানা দ্বিতীয়বারের মতো সেমিফাইনাল থেকে ছিটকে পড়ায় হতাশ হতে হয়েছে পাকিস্তানকে।
ইংল্যান্ডের বিপক্ষে ৯৩ রানের পরাজয়ের মাধ্যমে বিশ্বকাপ শেষ করেছে পাকিস্তান। তার আগেই অবশ্য ১৯৯২’র বিশ্ব চ্যাম্পিয়নদের শেষ চারে খেলার আশা প্রায় শেষ হয়ে গিয়েছিল।
বাবর আজমের নেতৃত্বে পাকিস্তান ৯ ম্যাচের পাঁচটিতে পরাজিত হয়েছে। এর মধ্যে আহমেদাবাদে এক লাখ সমর্থকদের সামনে ভারতের কাছে ৭ উইকেটে বিধ্বস্ত হতে হয়। এর মাধ্যমে বিশ্বকাপে ভারতের বিপক্ষে অষ্টম ম্যাচে অষ্টম পরাজয়ের স্বাদ পেয়েছে পাকিস্তান। এছাড়া এবার প্রথমবারের মতো আফগানিস্তানের বিপক্ষেও পরাজিত হয়েছে পাকিস্তান।
বিশ্বকাপে সব মিলিয়ে বাবর আজম চার হাফ সেঞ্চুরিসহ ৪০ গড়ে ৩২০ রান করেছেন। বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বিশ্বকাপ শুরু করলেও মাঝপথে ভারতীয় ব্যাটার শুভমান গিলের কাছে শীর্ষ স্থান হারিয়েছেন। এই মুহূর্তে তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে সব ফর্মেট মিলিয়ে বাবরের রানসংখ্যা প্রায় ১৩ হাজার।
তবে ভারতের মাটিতে ফিল্ডিং সেট আপে আগ্রাসনের অভাবে বাবরের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। পাকিস্তানি গণমাধ্যমগুলো এ ব্যাপারে তাকে ধারাবাহিকভাবে অভিযুক্ত করে গেছে।
পাকিস্তান টিম ডিরেক্টর মিকি আর্থার বলেছেন, ‘আমি বাববের পক্ষে, সে আমার অত্যন্ত ঘনিষ্ঠ। সে এখনো বয়সে তরুণ, তাকে আরো কিছুদিন অধিনায়কত্ব করার সুযোগ দেয়া উচিত।’
২০২০ সাল থেকে টেস্ট ও ওয়ানডেতে বাবর পাকিস্তানের অধিনায়কত্ব করে আসছেন। আর্থার বলেন, ‘সে এখনো শেখার মধ্যে আছে। আমরা সবাই জানি সে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার। অধিনায়ক হিসেবেও সে প্রতিদিনই শিখছে। তাকে আরো কিছুদিন কাজের সুযোগ করে দেয়া উচিৎ। এই পদে থাকলে ভুল হবেই। যতক্ষণ শেখার মধ্যে আছে ততদিন এই ধরনের ভুল করা বড় কোন অন্যায় নয়।’
সাত বছরের মধ্যে এই প্রথমবারের মতো ভারতে খেলতে এসেছে পাকিস্তান। ম্যাচ ও অনুশীলনের বাইরে প্রায় বেশীরভাগ সময়ই নিরাপত্তার কারণে তাদেরকে হোটেল রুমেই বন্দী থাকতে হয়েছে। কোন সময় হোটেলের বাইরে যেতে হলে নিরাপত্তা কর্মীদের অতিরিক্ত তৎপরতা দেখা গেছে।
রমিজ রাজা বলেছেন, ‘বাবরের উপর চাপ এতটাই বেশী যে তাকে হয়তো অধিনায়কত্ব ছাড়তে হতে পারে। প্রত্যাশানুযায়ী দেশেও পুরো দলকে নিয়ে প্রতিক্রিয়া খুব একটা ভাল না। পাকিস্তানি গণমাধ্যমও বিশেষ কিছু খেলোয়াড়কে টার্গেট করে রিপোর্ট করেছে, তাদের মধ্যে বাবর আজম অন্যতম। এটা যেহেতু বিশ্বকাপ, এখানে চাপ থাকবেই। সমস্যা হচ্ছে এই দলটির মধ্যে আধুনিক ক্রিকেট খেলার সব ধরনের সম্ভাবনা রয়েছে, কিন্তু তারা সময়মত সেই সুযোগগুলো কাজে লাগাতে পারছে না।