বিশ্বকাপের শুরুর আগে বড় ধাক্কা শ্রীলঙ্কা শিবিরে। চোটের জন্য বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। চোট সারিয়ে সুস্থ হওয়ার পথে আবার নতুন করে চোট পান লঙ্কার স্পিনার। দলের গুরুত্বপূর্ণ সদস্য তিনি।
ভারতের মাটিতে সাধারণত সুবিধা পায় স্পিনাররা। সেক্ষেত্রে দাসুন শানাকার দলের ট্রাম্পকার্ড ছিলেন হাসারাঙ্গা। তার বিশ্বকাপ থেকে ছিটকে হওয়া শ্রীলঙ্কার জন্য বিরাট বড় ধাক্কা। লঙ্কা প্রিমিয়ার লিগে চোট পেয়েছিলেন। এশিয়া কাপে খেলতে পারেননি। মনে করা হয়েছিল, বিশ্বকাপের আগেই সম্পূর্ণ ফিট হয়ে দলে ফিরবেন হাসারাঙ্গা। কিন্তু রিহ্যাব চলাকালীন আবার চোট পেলেন। যার ফলে বিশ্বকাপ খেলার কোনও সম্ভাবনাই থাকল না।