বিশ্বকাপ খেলার স্বপ্ন ভেঙে গেল লাবুশেনের

0

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ অধিনায়ক প্রশ্নগুলির আপাতত অবসান। সব ঠিকঠাক থাকলে বিশ্বকাপ ইতিহাসের সবফলতম দলটিকে এবারের বিশ্ব আসরে নেতৃত্ব দেবেন প্যাট কামিন্সই। তবে বিশ্বকাপ খেলার স্বপ্ন ভেঙে গেছে মার্নাস লাবুশেনের। ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ার বর্ধিত স্কোয়াডে জায়গা পাননি এই ব্যাটসম্যান।

আগামী মাসে দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজে ও বিশ্বকাপের ঠিক আগে ভারতে ওয়ানডে সিরিজের জন্য সোমবার (৭ আগস্ট) ১৮ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের প্রাথমিক দলও এটিই। এখান থেকেই কমিয়ে পরে ঘোষণা করা হবে বিশ্বকাপের ১৫ সদস্যের চূড়ান্ত দল।

এমনিতে অস্ট্রেলিয়ার নিয়মিত ওয়ানডে অধিনায়ক কামিন্সই। তবে গত বছর নেতৃত্ব পাওয়ার পর থেকে বিশ্রাম-বিরতি মিলিয়ে এখনও পর্যন্ত কেবল দুইটি ওয়ানডেতে তিনি নেতৃত্ব দিতে পেরেছেন। এছাড়াও আছে চোট সমস্যা। সব মিলিয়েই সংশয়টা জেগেছিল, বিশ্বকাপে এই ফাস্ট বোলার নেতৃত্ব দিতে পারবেন কি না। তবে বিশ্বকাপের আগে অধিনায়কত্ব নিয়ে আর নাটকীয়তার পথে হাঁটেনি অস্ট্রেলিয়া। 

কামিন্সকে নিয়ে কিছুটা সংশয়ের মেঘ অবশ্য এখনও আছে। অ্যাশেজের শেষ টেস্টের প্রথম দিনে ফিল্ডিংয়ের সময় কবজিতে চোট পান ৩০ বছর বয়সী এই ফাস্ট বোলার। তাকে মাঠের বাইরে থাকতে হবে ৬ সপ্তাহ। তবে দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজের আগেই তিনি ফিট হয়ে উঠবেন বলে ধারণা করা হচ্ছে।

দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজের ঠিক আগে টি-টোয়েন্টি সিরিজে অবশ্য নেই কামিন্স। ওই টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে ডেভিড ওয়ার্নার, মিচেল স্টার্ক, জশ হেইজেলউড, ক্যামেরন গ্রিন ও অ্যাশটন অ্যাগারকেও। এই সিরিজে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ। টি-টোয়েন্টিতে বিশ্রাম পাওয়া সবাই খেলবেন ওয়ানডে সিরিজে।

সবচেয়ে বড় চমক বলা যায় লাবুশেনের বাদ পড়া। ২০২০ সালের জানুয়ারিতে অভিষেক থেকে এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার ৩৮ ওয়ানডের ৩০টিই খেলেছেন তিনি। খেলেছেন দেশের ৯ ওয়ানডের সবকটি। তবে ওয়ানডে ক্যারিয়ারের শুরুটা দারুণ করলেও তা ধরে রাখতে পারেননি। প্রথম ৬ ইনিংসে ১টি সেঞ্চুরি ও ২টি ফিফটি ছিল তার। কিন্তু সবশেষ ১৪ ইনিংসে তার ব্যাটিং গড় মোটে ২২.৩০, স্ট্রাইক রেট স্রেফ ৬৯.৮৭। এই বাজে ফর্মের খেসারত দিতে হলো তাকে।

হার্ডি ও স্যাঙ্ঘা আলোচনায় এসেছেন মূলত টি-টোয়েন্টি ক্রিকেটের পারফরম্যান্সে। প্রথম শ্রেণির ক্রিকেটেও হার্ডির শুরুটা হয়েছে দারুণ। ২৪ বছর বয়সী এই পেস বোলিং অলরাউন্ডার গত দেড় বছরে অস্ট্রেলিয়া ‘এ’ দলেও খেলেছেন নিয়মিত। সবশেষ গত এপ্রিলে অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে দুর্দান্ত এক সেঞ্চুরি করেন নিউজিল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে। লিস্ট ‘এ’ ম্যাচ অবশ্য খেলেছেন তিনি মাত্র ১৬টি।

স্যাঙ্ঘা লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন মাত্র ৫টি। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে ২৮ ম্যাচ খেলে ২১ বছর বয়সী এই লেগ স্পিনারের উইকেট ৩৭টি। প্রথম শ্রেণির ক্রিকেটেও শুরুটা করেছেন তিনি ভালো। ৮ ম্যাচে শিকার ২৪ উইকেট। অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে তিনি জায়গা পেয়েছেন আগে, যদিও খেলার সুযোগ পাননি। এবার ডাক পেলেন ওয়ানডেতে।

পিতৃত্বকালীন ছুটির জন্য দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না গ্লেন ম্যাক্সওয়েল। টি-টোয়েন্টি সিরিজ খেলে তিনি ফিরে যাবেন দেশে। পরে ভারতে ওয়ানডে সিরিজের আগে আবার যোগ দেবেন দলে। দক্ষিণ আফ্রিকা সফরে অস্ট্রেলিয়ার ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু ৭ সেপ্টেম্বর। এরপর ভারতে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু ২২ সেপ্টেম্বর। বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করতে হবে ২৮ সেপ্টেম্বরের মধ্যে। তবে অস্ট্রেলিয়া তা জানিয়ে দিতে পারে সেপ্টেম্বরের শুরুতেই।

অস্ট্রেলিয়ার ওয়ানডে দল: প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স কেয়ারি, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জশ হেইজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, তানভির স্যাঙ্ঘা, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জ্যাম্পা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here